Our Mission : Food, Education, Medicine
পারিবারিক বন্ধনে ফিরিয়ে এনে অসহায় নাজমার মুখে হাসি ফুটালো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনপারিবারিক সমস্যা ও ব্যক্তিগত সংকটে ভুগতে থাকা অসহায় নাজমার জীবন ফিরে পেয়েছে নতুন আলো। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের ফলে নাজমাকে তার পরিবারের সঙ্গে পুনর্মিলনের সুযোগ করে দেওয়া হয়েছে।এই পারিবারিক সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করেছেন এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁন। ১০ ডিসেম্বর, বুধবার বিকেলে কোর্ট বিল্ডিংয়ের শাপলা ভবনে এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খানের চেম্বারে আপোষ নামা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উভয় পক্ষের সমস্যা নিরসন ও সমঝোতা সম্পন্ন হয়।দীর্ঘদিন ধরে স্বামীর সংসারে পারিবারিক সংকটে ভুগতে থাকা নাজমা অর্থের অভাবে কাঙ্খিত আইনি প্রতিকার থেকে বঞ্চিত ছিলেন। নাজমা বিনা টাকায় নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনে অভিযোগ দায়ের করলে, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মানবিক আইনজীবী জনাব মুহাম্মদ বরকাত উল্লাহ খান তাঁর নিজ চেম্বারে উভয় পক্ষকে নিয়ে কোনো ধরনের মামলা-মোকদ্দমা না করে আপোসে শান্তিপূর্ণ সমাধান করেছেন। তিনি বলেন, “পারিবারিক দ্বন্দ্ব সমাধান করা শুধু আইনি বিষয় নয়, এটি মানবিক সহমর্মিতা ও সম্পর্ক পুনঃস্থাপনের মাধ্যম। নাজমার ক্ষেত্রে আমরা উভয় পক্ষের সাথে আলাপ-আলোচনা করে তাদের সমস্যা চিহ্নিত করেছি এবং শান্তিপূর্ণ সমাধানের পথ বের করেছি। যে কোনো পারিবারিক সমস্যার ক্ষেত্রে সংযম, ধৈর্য ও খোলামেলা যোগাযোগই মূল চাবিকাঠি।”ফাউন্ডেশনের পক্ষ থেকে মহাসচিব মোহাম্মদ আলী বলেন, “পরিবারে শান্তি ও সুসম্পর্ক বজায় রাখতে নিয়মিত সমঝোতা ও পরামর্শ সেবা প্রদান করে থাকি। নাজমার ক্ষেত্রেও ফাউন্ডেশনের মধ্যস্থতায় পারিবারিক দ্বন্দ্ব মিটানো সম্ভব হয়েছে, ফলে তার মুখে আবার হাসি ফুটেছে। আমাদের লক্ষ্য প্রতিটি পরিবারে শান্তি ফিরিয়ে আনা এবং নারী ও শিশুর অধিকার রক্ষা করা। নাজমার মতো অসহায়দের পাশে দাঁড়িয়ে আমরা পরিবারে সুখ এবং সুস্থ সম্পর্ক নিশ্চিত করতে চাই।”এই উদ্যোগ শুধু নাজমার পরিবারকে নয়, বরং সমাজে মানবিক সহায়তা এবং সমঝোতার সংস্কৃতি গড়ে তোলার জন্যও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহ...
20th December 2025
6th December 2025
জলবায়ু প্রভাব মোকাবেলায় নারী ও শিশু সমাব...
6th December 2025
জলবায়ু প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের ভূ...
6th December 2025
0 Comments