Our Mission : Food, Education, Medicine
Water
Start Date : 10th September 2025
End Date : 10th September 2025
স্কুল ভিত্তিক সচেতনতামূলক আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ২০ জুলাই ২০২৫ ইং, রোজ রবিবার চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ড ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলে এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে ও এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের আয়োজনে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে সচেতনতামূলক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্কুল ভিত্তিক সচেতনতামূলক আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত২০ জুলাই ২০২৫ ইং, রোজ রবিবার চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ড ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলে এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে ও এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের আয়োজনে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে সচেতনতামূলক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের কো অর্ডিনোটর মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ হানিফ সওদাগর, অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, তারা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সচেতন নাগরিক হওয়ার আহ্বান জানান।এই সময় প্রধান অতিথি বলেন- “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা জরুরি, আর এই ধরনের কার্যক্রম সেই চেতনা গঠনে সহায়ক ভূমিকা রাখে।”উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ আলী বলেন - আগামী প্রজন্ম কে রক্ষা করতে হলে এখন থেকে শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। গাছ রোপন সহ গাছের পরিচর্যা করার বিষয়ে সচেতন থাকতে হবে।এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - কর্ণফুলী মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ মিরাজ মাহমুদ, বিশিষ্ট সমাজকর্মী মোঃ শাহজাহান,সাংবাদিক জাকারিয়া হোসেন সাগর, জেনারেল ওয়েলফেয়ার ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা মঞ্জুর আহমেদ, মোঃ আলী আজম প্রমূখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যার মধ্যে রয়েছে - ফলজ, বনজ ও ওষুধি গাছ।